সিলসিলায়ে চিশতিয়ায় মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (আলাইহির রাহমাহ) মাত্র
৫ (পাচ) জন মুর্শীদে কামেলের মাধ্যমে খাজা গরীবে নাওয়াজ (অলাহির রাহমাহ)
পর্যন্ত পৌছান। তিনি শায়েখ আলাউল হক্ব পান্ডুবী (আলাইহির রাহমাহ) থেকে ইজাযত
ও খিলাফত অর্জন করেন। উনি আখি সিরাজুদ্দীন আইনায়ে হিন্দ (আলাইহির রাহমাহ)
থেকে উনি মাহবুবে ইলাহী খাজা নিযামুদ্দীন আউলিয়া (আলাইহির রাহমাহ) থেকে উনি
খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর (আলাইহির রাহমাহ) থেকে উনি খাজা কুতুবউদ্দিন
বখতিয়ার কাকী (অালাইহির রাহমাহ) থেকে এবং উনি সুলতানুল হিন্দ আতায়ে রাসূল,
খাজায়ে খাজেগাঁ, হযরত খাজা গরীব নেওয়াজ সৈয়্যদ মঈনউদ্দিন চিশতী
সাঞ্জেরী আজমেরী (আলাইহির রাহমাহ) থেকে ইজাযত ও খিলাফত অর্জন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন