কারামত: সফরে বলখ হতে শেরওয়ান হয়ে হিরাতে এসে হযরত সৈয়দ মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (আলাইহির রাহমাহ) কয়েকদিন অবস্থানের সিদ্ধান্ত নিলেন। একদিন গওহার আলী নামে হযরতের এক মুরিদ প্রয়োজনের কারণে হিরতের বাজারে গেলেন। সেখানে তিনি এক অসামান্য সুন্দরী যুবতীকে দেখতে পেয়ে তার প্রতি আসক্তি বােধ করলেন এবং যুবতীর সাথে আলাপের চেষ্টা করলেন। কিন্তু কিছুক্ষণ পরই তার মধ্যে আল্লাহর ভয় জাগল ফলে তিনি তওবা ও আল্লাহর কাছে
গুনাহর জন্য ক্ষমা চাইতে চাইতে বিমর্ষ বদনে হযরতের সামনে উপস্থিত হলেন। এদিকে হযরত তাকে দেখা মাত্রই চেহারা মােবারক ফিরিয়ে নিলেন। এবং রাগান্বিত হয়ে বললেন, এই আহাম্মককে সবাই দেখ সে বাজারে গিয়ে যুবতীর সাথে আলাপের চেষ্টা করে। অত:পর হযরত হুকুম দিলেন তাকে মজলিশ হতে বের করে দেওয়ার জন্য। নির্দেশ প্রতিপালিত হলাে। দিন কয়েক অতিবাহিত হলাে, গাওহর আলী অবশেষে হযরতের বিশিষ্ট অনুচর হযরত দুররে ইয়াতিমের শরণাপন্ন হয়ে তাকে অনেক অনুনয় বিনয় করে সুপারিশ করাতে সম্মত করালেন। তিনি হযরতের দরবারে গওহার আলীর জন্য সুপারিশ করলে হযরত ক্ষমা করে দিলেন। হযরত বলতেন যে, মুর্শিদ ও পথ প্রদর্শক হাদীগণের জন্য স্বীয় মুরিদ ও ভক্তদের অবস্থাদি ওয়াকিবহাল থাকার প্রয়ােজনীয়তা আবশ্যক। যাতে সে শরীয়ত ও তরিকতের পরিপন্থি কোন কার্যে লিপ্ত হয়ে না যায় এবং শয়তানের কুমন্ত্রণা হতে বেঁচে থাকে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Featured post
Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf
Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন