মসজিদে অবস্থান কালে একদিন কয়েকজন দরবেশ হযরত গাউসুল আলম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানীর (আলাইহির রাহমাহ) সাথে সাক্ষাত করতে আসলেন। তারা জগতের অতীত ইতিহাস সম্বন্ধে হযরতকে জিজ্ঞাসা বাদ করলেন। হযরত উত্তর প্রদান করলেন। আলােচনা চলাকালে জনৈক একজন দরবেশ বললেন যে, (রিজক চু মেক দারাস্ত গার দিদান চিন্ত) অর্থ প্রত্যেকের জন্য রিজিক নির্দিষ্ট থাকার পর তা অর্জনের জন্য ঘুরতে ফিরতে হয়
কেন? হযরত উত্তরে এরশাদ করলেন, (রাজ্জাক চুকে গারদা পুরসিদান চিন্ত) খােদাতায়ালাই যদি তাঁকে ঘুরান তাহলে আর প্রশ্ন কেন? অতঃপর হযরত পূনরায় এরশাদ করলেন, তােমাদের নিকট সফরে কেবল রিজিক অর্জনটায় চোখে পড়ল অথচ সফরে কত অসংখ্য উপকার রয়েছে। কামেল অলীগণের জেয়ারত এবং তাদের নিকট হতে উপকৃত হওয়া মহান আস্তানা সমূহে উপস্থিতি এবং সেখান হতে ফয়েজ হাসিল করা কোরআন শরীফের আয়াত সমূহে মনােনিবেশ আর আল্লাহর নিদর্শন সম্পর্কে অবগত হওয়া এবং তার অপরিসীম কুদরত প্রত্যক্ষ করা ইত্যাদি কি নগণ্য বলে মনে হয়? জেনে রেখো, এসব কারণে দরবেশগণ সফরের মনস্থ করে থাকেন, রুজি রোজগারের উদ্দেশ্যে নয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Featured post
Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf
Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন