মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

মাহবুবে ইয়াযদানীর অসুস্থ অবস্থাঃ

হযরত গাউসুল আলম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (আলাইহির রাহমাহ) পবিত্র ঈদের পর মদিনা মােনাওয়ারায় রাসুলে মাকবুল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর জেয়ারতের মনস্থ করলেন এবং মদিনা শরীফ গমন করেন। কিন্তু মদিনা শরীফ পৌছে তিনি কঠিন অসুস্থ হয়ে পড়লেন। সকলে অস্থির রইলেন। বিশ দিন পর্যন্ত এভাবে পড়ে থাকলেন। একুশতম রাতে ভােরের সময় আফতাবে রেসালাত (রেসালাতের সূর্য) তাজদ্বারে মদিনা সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তার সম্মুখে দৃশ্যমান

হয়ে তাঁর জামালের (সৌন্দর্য) দর্শন লাভে তাকে ধন্য করলেন। মদিনা শরীফে জেয়ারতে হযরত তাজদ্বারে মদিনা সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সুসংবাদ জানিয়ে এরশাদ করলেন “বৎস আশরাফ ! তােমার পীড়া দুরীভূত করা হয়েছে। এখন পরকালের সফরের ইচ্ছা করনা তােমার যে অশেষ কাজ অপূর্ণ? অগণিত মানুষ তােমারই হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার আপেক্ষায় এবং অসংখ্য মুসলমান তােমারই মাধ্যমেই মারেফাতে এলাহীর সবক গ্রহণ করে সাধারণের সারি হতে বিশেষ ব্যক্তিগণের মধ্যে অন্তর্ভুক্ত হবে তার ইয়ত্তা নাই”। আরও গােপন রহস্য সম্পর্কে অবগত করলেন বস্তুতঃ সকাল হতে না হতেই দেখা গেল যে, তার শরীর মােবারক দ্রুত সুস্থ হতে চলেছে। মূহুর্তের ব্যবধানেও যেন সে পরিবর্তন লক্ষ করা যাচ্ছিল এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তিনি আরও কয়েক মাস মসজিদে নব্বীতে অবস্থান করে রওজায়ে আকদাসে উপস্থিত হলেন। অতঃপর হজ্বের সময় আসন্ন হলে তিনি বারগাহে রেসালাত পানহা সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে রুহানী অনুমতি নিয়ে মদিনা শরীফ হতে মক্কা মােকররামায় তশরীফ আনয়ন করলেন।

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

  Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...