মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

শায়েখ আখি সিরাজউদ্দিন আইনায়ে হিন্দ (আলাইহির রাহমাহ) এর সংক্ষিপ্ত জীবণীঃ

উনার প্রকৃত নাম উসমান। তিনি অযোদ্ধার বাসিন্দা ছিলেন এ কারনে উনাকে আওধী ও বলা হয়। তিনি মাহবুবে ইলাহী (আলাইহির রাহমাহ) এর নিকট মুরীদ হন এবং খেলাফত অর্জন করেন। মাহবুবে ইলাহী উনাকে আখি সিরাজউদ্দিন বলে ডাকতেন। তিনি আপন শায়খের হুকুমে বাংলা রাজ্যে এসে রুশদ্ ও হেদায়াতের প্রদীপ প্রজ্জলিত করেন। উনার পবিত্র সত্ত্বা হতে পুরাে ভারতবর্ষে হেদায়াতের আলাে পৌছে যায়। হযরত মাহবুবে ইলাহীর সমস্ত

খলিফাগণ উচ্চমর্তবার অধিকারী ছিলেন কিন্তু শায়েখ নাছিরুদ্দীন মাহমুদ চেরাগে দেহলবী (আলাইহির রাহমাহ) ও শায়েখ আখি সিরাজউদ্দিন আইনায়ে হিন্দ (আলাইহির রাহমাহ) এর ব্যাপারই অন্যরকম ছিল। এই দুইজন বুজুর্গ থেকে বহুলােকই হেদায়াতের পথপ্রদর্শক হন। মাখদুম আলাউল হক পান্ডুবী (আলাইহির রাহমাহ) উনার মুরীদ ও খলিফা। উনার মাজার শরীফ মালদাহ্ জেলায়, মালদাহ্ শহর থেকে ১১ কিঃ সাথে পালন করা হয়। উনি ৭৫৮ হিজরীতে ইন্তেকাল করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

  Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...