মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

জাহাঙ্গীর উপাধী লাভঃ

হযরত আলাউল হক পান্ডুবী (রহঃ) এর ইচ্ছা হলাে স্বীয় মুরিদ হযরত গাউসুল আলম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (আলাইহির রাহমাহ) কে কোন উপাধী দেওয়ার এ ইচ্ছায় তিনি “গায়ব” হতে নির্দেশ লাভের অপেক্ষা করতে লাগলেন। শবে বরাতে তিনি অজিফা, তাসবিহ, জিকিরে নিয়ােজিত হন, সারা রাত তাসবিহ, তাহলিল ও মােরাকাবা, মােশাহাদায় ছােবহে সাদেক হয়ে গেল এমতাবস্থায় “গায়ব” থেকে আওয়াজ ধ্বনিত হলাে জাহাঙ্গীর! জাহাঙ্গীর! এ আওয়াজ শুনে তিনি বলে উঠলেন, আলহামদু লিল্লাহ প্রীয় বৎস আশরাফ এ উপাধিতে ভূষিত

হলাে। সেই থেকে তাঁর নামের সাথে জাহাঙ্গীর সংযুক্ত হয় । শুধু তাই নয় রমজান মাসের সাতাশ তারিখে অর্থাৎ শবে কদর রাতে হযরত আলাউল হক (রহঃ) তাঁকে মারেফাতের অনেক রহস্যাদি সম্পর্কেও পরিপূর্ণ জ্ঞান প্রদান করেন। এই অবস্থায় হযরত তাঁকে বললেন “বস” কথায় বলে এক বনে দুটি বাঘ বাস করেনা এবং এক খাপে দুটি তলােয়ার থাকতে পারেনা, তাই আমি তােমার জন্য এমন একটি স্থান নির্বাচিত করতে চাই যেখানে তুমি নিজের কার্যক্রম শুরু করবে এবং তােমার দ্বারা আল্লাহর অগণিত বান্দা হেদায়ত লাভে ধন্য হবে।

মাহবুবে ইয়াজদানী লকবঃ হিজরী ৭৮২ সানের রমজানুল মােবারকের ২৭ তারিখের রাত। শবে কদরের বরকতময় রজনী। হযরত গাউসুল আলম স্বীয় খানকায় অবস্থানরত ছিলেন। সকল শীর্ষ স্থানীয় খলিফা ও মুরিদগণ উপস্থিত ছিলেন। সকলে বিনিদ্র এবাদতরত। ফজর হওয়ার কিছুক্ষণ পূর্বে সকলেই শুনতে পেলেন গায়বী কণ্ঠস্বর ঘােষণা করছে “আশরাফ হচ্ছে আমার মাহবুব অদৃশ্য কণ্ঠের এই ঘােষণা সকলেই শুনলেন এবং বুঝলেন যে, যিনি খােদার মহব্বতে কৈশােরের দুরুন্তপনাকে অবহেলা করেছেন, রাজ সিংহাসন পায়ে ঠেলেছেন, আত্মীয় পরিজন দূরে সরিয়েছেন, অবর্ণনীয় ত্যাগ আর কষ্ট স্বীকার করেছেন আজ তার জন্য স্রষ্টার পক্ষ থেকে এ পুরস্কার ও স্বীকৃতি! আল্লাহকে যে ভালবাসেন তিনি আল্লাহর মাহবুব বা প্রিয়জনে গণ্য হন। এ দিন হতে হযরত গাউসুল আলম মাহবুবে ইয়াজদানী খেতাব ও পরিচিতি লাভ করলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

  Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...