---হযরত ওমর ফারুক (রাঃ)-এর খেলাফতঃ--- হযরত ওমর ফারুক (রাঃ)-কে খলীফারূপে মনােনয়ন করিয়াছিলেন স্বয়ং পূর্ববর্তী খলীফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)। অতঃপর সমস্ত সাহাবায়ে কেরাম (রাঃ) হযরত ওমর ফারুক (রাঃ)-এর হস্তে খেলাফতের বায়াত গ্রহণ করিয়া তাহাকে আমীরুল মুমিনীন খেতাব প্রদান করিলেন।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) হযরত ওমর ফারুক (রাঃ) কে খলীফারূপে মনােনীত করিবার পর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) কে বলিলেন, হে আবু বকর সিদ্দিক (রাঃ)! আপনি হযরত ওমর ফারুক (রাঃ)-এর রুক্ষ প্রকৃতির মেজাজের কথা জানা সত্তেও যে আপনি তাঁহাকে খলিফা মনােনীত করিলেন, কালকিয়ামতে আল্লাহর দরবারে কি জবাব দিবেন?জবাবে হযরত আবু বকর (রাঃ) বলিলেন, আমি জবাব দিব যে, হে মাবুদ! আমি তােমার বান্দাগণের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে খলীফা বানাইয়াছিলাম।
তাছাড়া আরো এক রেওয়ায়াতে পাওয়া যায় যে, হযরত আবু বকর (রা.) হযরত ওমর ফারুক (রা.) কে খলিফা বানানোর আগে সকল সাহাবাদের সাথে সম্মিলিত ভাবে মাশওয়ারা করিলেন এবং হযরত আব্দুর রহমান বিন আউফ (রা.) এর কাছে মতামত জানতে চাইলে তিনি বলেন হে আবু বকর (রা) আপনার নেওয়া পদক্ষেপ ঠিক আছে কিন্তু হযরত উমর (রা) এর মেজাজ অনেক শক্ত ও রাগানিত তখন জবাবে হযরত আবু বকর সিদ্দিক (রা) বললেন সেটা এজন্য ছিল যে আমি তখন নরম ছিলাম কিন্তু খিলাফতের দায়িত্ব ও ভার যখন তার উপর পড়বে তখন সব রুক্ষ মেজাজ ও রাগ সব কমে যাবে।(তারিখে তাবরি)
[সংকলনঃ হুজুর গাউসে আজম হযরত শায়খ আব্দুল কাদির জিলানী রহঃ এর লেখা বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালেবিন ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন