বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

Khilafat of Hazrate Ameere Muawiya(RA)

 হযরত আমীরে মুআবিয়া (রাঃ)-এর খিলাফত ও শাসনঃ 

হযরত আমীরে মুআবিয়া (রাঃ) এর শাসন বা খেলাফত হযরত আলী (রাঃ) এর শাহাদাত এবং হযরত ইমাম হাসান (রাঃ)-এর খেলাফতের দাবী পরিত্যাগের মধ্য দিয়া সুপ্রতিষ্ঠিত হয়। এই ঘটনার ভিতর দিয়াই হুযুরে পাক (صلى الله عليه وسلم)-এর এক মহান হাদীসের সত্যতা বাস্তবরূপ লাভ করে। উক্ত হাদীসটি এই ছিলঃ হযরত রাসূলে কারীম (صلى الله عليه وسلم) বাল্যকালে ইমাম হাসান (রাঃ) এর প্রতি লক্ষ্য করিয়া বলিয়াছিলেন যে, আমার এই সন্তান (নাতী) এমন এক মহান সর্দার, যাহার মাধ্যমে আল্লাহতায়ালা মুসলমানদের দুইটি প্রধান দলের মধ্যে আপােষ করিয়ে দিবে। হযরত আলী শেরে খোদা (রাঃ) এর শাহাদাত বরণের পর হযরত ইমাম হাসান (রাঃ)-এর হযরত আমীরে মুআবিয়া (রাঃ)-এর সাথে সন্ধিচুক্তি সাক্ষ্যরের মধ্য দিয়াই সেই কাজটি সাধিত হইয়াছিল। এই সন্ধি চুক্তি সম্পন্নের পর সমস্ত মুসলমানই হযরত আমীরে  মুআবিয়া (রাঃ) এর খেলাফতকে স্বীকার করিয়া নিল।
হযরত আমীরে মুআবিয়া (রাঃ) এর খেলাফতের স্বীকৃতি হুযুরে পাক (صلى الله عليه وسلم)-এর একটি ভবিষ্যদ্বাণীর মধ্য দিয়া প্রতিপন্ন হইয়াছে। হুযুরে পাক (صلى الله عليه وسلم) এরশাদ করিয়াছিলেন, আমার পরে ৩৫, ৩৬ কিংবা ৩৭ বৎসর পর্যন্ত ইসলামের চাকা ঘুরিতে থাকিবে।(আবু দাউদ শরীফ)
 চাকা ঘুরিবার অর্থ দ্বীন ইসলামের শক্তি-সামর্থ।
হুযুরে পাকের (صلى الله عليه وسلم) অন্য হাদীসে এরশাদ হইয়াছে যে, আমার পরে ইসলামের খেলাফত ত্রিশ বৎসর স্থায়ী থাকিবে। হযরত আলী (রাঃ) এর খেলাফতের পরে হযরত ইমাম হাসান (রাঃ)-এর খেলাফতের ছয় মাসকালসহ সেই ত্রিশ বৎসর পূর্ণ হইয়ছিল। ত্রিশ বৎসর অতিক্রান্ত হইবার পর বাকী সময়টা
ছিল হযরত আমীরে মুআবিয়ার (রাঃ) শাসন আমল এবং হুযুরে পাক (صلى الله عليه وسلم) খেলাফতের ত্রিশ বৎসরের সাথে সেই সময়টাকে মিলাইয়াই বলিয়াছিলেন যে, আমার পরে পয়ত্রিশ ছত্রিশ কিংবা সাইত্রিশ বৎসর পর্যন্ত ইসলামের শান শওকত অক্ষুন্ন থাকিবে।
[সংকলনঃ হুজুর গাউসে আজম হযরত শায়খ আব্দুল কাদির জিলানী রহঃ এর লেখা বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালেবিন।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

  Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...