মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

মাখদুমুল মাশায়েখ সাইয়্যেদুনা ওয়া মাওলানা আলহাজ্ব সৈয়দ শাহ মুহাম্মদ মুখতার আশরাফ আশরাফী আল-জিলানী (আলাইহির রাহমাহ) :

হুজুর সৈয়্যদ শাহ মুহাম্মদ মুখতার আশরাফ আশরাফী আল জিলানী ওরফে “সারকারে কাঁলা” তিনি আপন সম্মানিত দাদাজান মাহবুবে রাব্বানী শায়খুল মাহবুবে রাব্বানী শায়খুল মাশায়েখ সাইয়্যেদুনা আ’লা হযরত আশরাফী  মিয়া (আলাইহির রাহমাহ) এর ইন্তেকালের পর সাজ্জাদানাশীন পদে অধিষ্ঠিত হন। তিনি বাল্যকালেই আপন সম্মানিত দাদাজানের তাওয়াজ্জুহ, দয়া ও ফয়েজের দ্বারা তাছাউফের সমস্ত স্তরসমূহ অতিক্রম করেন এবং ফয়েজ ও করুণার মূল ও সৃষ্টিজগতের প্রাণকেন্দ্র হিসেবে পরিণত হন। যার বেলায়াতের সনদ সাধারণ কারো কাছ থেকে অর্জিত হয়নি বরং সর্বজন স্বীকৃত কুতুবে যামানের নিকট থেকে অর্জিত হয়। কুতুবে  রাব্বানী সাইয়্যেদুনা আলা হযরত আশরাফী মিয়াঁ (আলাইহির

রাহমাহ) উনার যুগে আশরাফী সিলসিলার প্রচারে ও সংস্কার কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেন অনুরূপ সারকারে কালাঁ (আলাইহির রাহমাহ) ও উনার যুগে দৃষ্টান্তমূলক উপমা স্থাপন করেন। পৌনে এক শতাব্দীকাল পর্যন্ত তিনি দ্বীনের হক্বের খেদমত করেন। আপন পদে অধিষ্ঠিত থেকেই তিনি দ্বীনের প্রচারের কাজসহ ওরসে মাখদুমীর সমস্ত নিয়মাবলি খুব সুন্দর ও সূচারুরূপে পালন করেন। তিনি দ্বীন ও সিলসিলার কাজে উনার পূর্বসূরী-গণদের থেকে যা কিছু পেয়েছেন তা দিয়েই খেদমত করে গেছেন এ ক্ষেত্রে কারো কোন তোষামোদ গ্রহণ করতেন না। তিনি নিজের কর্মক্ষেত্রে কোন দূর্বলতা রাখতেন না। বাস্তবিকই উনি উনার পূর্বপুরুষগণের প্রতিচ্ছবি এবং নমুনা ছিলেন। ৯ই রজবুল মুরাজ্জাব ১৪১৭ হিজরী মোতাবেক ২১শে নভেম্বর ১৯৯৬ খ্রিষ্টাব্দে উনার ইন্তেকাল হয়। পূর্বেই তিনি উরসে মাখদূমীর সমস্ত দায়িত্ব উনার বড় শাহজাদা শায়খে আযম সাইয়্যেদুনা ওয়া মাওলানা আলহাজ্ব সৈয়্যদ শাহ মুহাম্মদ ইজহার আশরাফ আশরাফী আল-জীলানী (আলাইহির রাহমাহ) কে অর্পন করেন। সে সময় তিনি আম-খাস সহ বড় ছোট সকল মজলিসে একথা বারবার বলতেন যে, “আমি শেষ সফরের প্রস্তুতির মধ্যে আছি এখন উরস শরীফের সমস্ত দ্বায়িত্ব ইজহার মিয়াঁ পালন করবে। আমি তাকে সব কিছু দিয়ে দিয়েছি”। তিনি ইন্তেকালের ৫২ বছর পূর্বে উসূলে সাজ্জাদগী নামায় পূর্ণ বিশ্বাস ও ভরসা করে লিখেন যে, “এই অধম বান্দাহ আপন বড় শাহজাদা সৈয়্যদ শাহ ইযহার আশরাফ কে মাশায়েখ কেরাম-গণের ক্বায়েদা মোতাবেক নিজের মুরীদ করে নিলাম এবং বিহামদিল্লাহ্ (আল্লাহর প্রশংসায়) এই গুণীপুত্র অত্যন্ত সৌভাগ্যবান, দ্বীনদার অত্যন্ত গুণের অধিকারী, উসূল ও আকায়েদেও পরিপূর্ণ অনুসারী, আর আমার পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা আছে যে, সে সমস্ত খেদমত দ্বায়িত্ব, সাজ্জাদানাশীনী এবং তার সংরক্ষন সুন্দর ও সুচারুরূপে পালন করবে।

(ইনশাআল্লাহ তায়ালা)। অত:পর তিনি আপন স্থলাভিষিক্তের জন্য দোয়া করেন। এ দোয়ার ফলস্বরূপ তিনি সাজ্জাদাশীন পদে অধিষ্ঠিত হন এবং আশরাফী ফয়জ ও বরকতে মানুষদের সিক্ত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

  Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...