হুজুর শায়খে আজম (আলাইহির রাহমাহ) পর্দা করার পর ১লা জুন ২০১২ সালে তিনি সাজ্জাদানাশীন হিসেবে অভিষিক্ত হন। হুজুর শায়খে আজম (আলাইহির রাহমাহ) এর ৪০ দিনের ফাতেহার অনুষ্ঠান ও হুজুর সারকারে কাঁলা (আলাইহির রাহমাহ) এর উরস শরীফের অনুষ্ঠান, খানদানে আশরাফীয়া হাসানিয়া হোসাইনিয়া আহমাদীয়ার সমস্ত মাশায়েখ হাযরাতসহ সমস্ত মুরীদ ও ভক্তগণ এর সামনে উনার পবিত্র মাথায় তাজ, খেরকা ও আমামা (পাগড়ী) রাখা হয় সবাই একত্রিতভাবে উনার সাজ্জাদানাশীন হওয়ার পত্রে দস্তখত করেন এবং সবাই একে উনার সাথে মুসাফাহা, মুয়ানাকা ও মোবারকবাদ পেশ করেন। দেশে ও বিদেশে উনার অসংখ্য মুরীদ ও ভক্ত রয়েছেন এবং ধারাবাহিক ভাবে সবসময়ই উনার নিকট লোকেরা বায়াত গ্রহণ করে মাখদুমী ফয়েজ পেয়ে ধন্য হচ্ছে।
আল্লাহ তায়ালার নিকট সমস্ত আশরাফীদের পক্ষ
থেকে এই দোয়াই রইল যে, মহান আল্লাহ সাহেবে সাজ্জাদাহ্ (আস্তানাহ আলীয়া আশরাফীয়া) এর
ছায়া মোবারক আমাদের মাথার উপর সর্বদা রাখুন এবং উনার পবিত্র সত্ত্বা দ্বারা সিলসিলায়ে
আলীয়া আশরাফীয়ার চরম উন্নতি সাধিত হোক এবং মাখদুমী ডম্কা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ুক।
আমীন, বিজাহে হাবিবিহী সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি আজমাঈন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন