হুজুর শায়খে আজম (আলাইহির রাহমাহ) যে সকল মহান কাজ পরিপূর্ণ করে গেছেন, হুজুর ক্বায়েদে মিল্লাত (মাদ্দাজিল্লাহুল আলী) তার প্রসারতা দুনিয়া ব্যাপি ছড়িয়ে দিচ্ছেন এবং কেয়ামত পর্যন্ত এর খেদমত জারি রাখার জন্য “সৈয়দ মাহমুদ আশরাফ দারুত-তাহ্ক্বীক ওয়া তাসনীফ” প্রতিষ্ঠা করেন। যার মাধ্যমে দ্বীন, সুন্নীয়াত ও ত্বরীকত এর বিভিন্ন বিষয় এর উপর কোরআন হাদীস মোতাবেক কিতাব রচনা করা হয়।
আহলে সুন্নাত রিসার্চ সেন্টার :
হুজুর ক্বায়েদে মিল্লাত (মাদ্দাজিল্লাহুল আলী) বাতিল ফেরকাহ্ হতে বাচার
জন্য, দ্বীন ও সুন্নীয়াতের হেফাজতের জন্য ২০১৫ সালে মুম্বাইতে “আহলে সুন্নাত রিসার্চ
সেন্টার” প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে সুন্নীয়তের কিতাব সমূহ প্রকাশ করা হয়। যেন সাধারণ
মানুষ বুঝতে পারে যে, সঠিক ইসলামের মূলরূপ কি এবং নবীজির সুন্নাতের রূপরেখা কেমন।
“আহলে সুন্নাত রিসার্চ সেন্টার” হতে উর্দু, হিন্দি এবং ইংরেজি এই ৩ ভাষায় বই প্রকাশ
করা হয়। ইতিমধ্যে নিন্মোক্ত ৩টি বই প্রকাশ হয়েছে।
১। “তারকে রাফয়ে ইয়াদাইন”
(অর্থাত্ নামাজে বারবার হাত তোলার নিষেধাজ্ঞার ব্যাপারে)
২। “নামাজ মে নাফ কে নীচে হাথ বান্ধনা”
(অর্থাত্ নামাজে নাভীর নীচে হাত বাঁধা সম্পর্কে)
৩। “ফিসকে ইয়াযিদ” (অর্থাত্, ইয়াযিদ এর পাপচারের ব্যাপারে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন