শনিবার, ১৪ মে, ২০২২

আল-জামেয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম" (সরকার মার্কেট, আশুলিয়া, ঢাকা)

বাংলাদেশে হুজুর শায়খে আজম (রহঃ) এর অবদান ও জিন্দা কারামত যা আজ পর্যন্ত আমাদের চোখের সামনে বিদ্যমান আছে, তার নাম “আল-জামেয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম" (সরকার মার্কেট, আশুলিয়া, ঢাকা)। গােমরাহ মাজহাব ও ইসলামের শত্রুদের উপর্যুপরি আক্রমণে যখন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে এবং আউলিয়ায়ে কেরামের ঐতিহ্য যখন বিলুপ্তির সম্মুখিন, তখন এরূপ সংকটময় অবস্থায় ২০০৩ সালে হুজুর শায়খে আজম (আলাইহির রাহমাহ) ইসলামের স্বরূপ ফিরিয়ে আনার জন্য এবং মাদ্রাসা শিক্ষার জীবন দানকারী “দারসে নিযামীয়া” এর শিক্ষা মাধ্যম চালু করার জন্য একটি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রস্তাবনা রাখেন। এ সূত্র ধরে “আঞ্জুমান-এ- আশরাফীয়া বাংলাদেশ” এর ব্যবস্থাপনায় ৩রা ফেব্রুয়ারী ২০০৬ ইং মােতাবেক ৪ঠা মুহাররাম ১৪২৭ হিজরী, রােজ-শুক্রবার হুজুর ক্বায়েদে মিল্লাত পীরে তরিকত তাজুল মাশায়েখ আলহাজ্ব শাহ সৈয়দ মুহাম্মদ মাহমুদ আশরাফ আশরাফী আল জিলানী (মা.জি.আ) অত্র মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার সাথে সাথে “খানকাহে আশরাফীয়া হাসানিয়া সরকারে কালা” নামে একটি খানকাহ্ ও প্রতিষ্ঠা করেন, যেন ছাত্ররা তরিকত ও রুহানিয়্যাত এর শিক্ষা থেকে দূরে না থাকে। অতঃপর ১৯ শে ডিসেম্বর ২০০৮ ইং মােতাবেক ২০ জিলহজ্ব ১৪২৯ হিজরীতে হুজুর শায়খে আজম, মাখদুমুল উলামা আলহাজ্ব শাহ্ সৈয়দ মুহাম্মাদ ইজহার আশরাফ আশরাফী আল-জিলানী (আলাইহির রাহমাহ) “মুখতারুল মসজিদ" নামে অত্র মাদ্রাসা সংলগ্ন এক আজিমুশ্বান মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে অত্র মাদ্রাসায় নূরানী, নাজেরা, হিফজ ও দারসে নিযামিয়া বিভাগের সর্বোচ্চ শ্রেণি পর্যন্ত পড়ানাে হচ্ছে। আবাসিক-অনাবাসিক ও দরিদ্র ছাত্রদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুব্যবস্থা রয়েছে। মাদ্রাসায় দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষা গ্রহণ করার জন্য অত্র মাদ্রাসা সংলগ্ন “সৈয়দ ইজহার আশরাফ স্কুল এন্ড কলেজ" ও প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ৬ তলা বিশিষ্ট মাদ্রাসা ও ৩ তলা বিশিষ্ট মসজিদ নির্মানাধীন আছে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

  Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...