বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

 


Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon se Arasta farma diya to apko unki Shadi Ki fikr huwi chunanche Aapne Hindustan ke Sadaat ke Gharano me Unke Liye talaash shuro ki aur un khanwadon kee Nasb ki Tahqeeq bhi aap ke pas pahle se hi Sadaat ke Shajre the kyunki Aap ne Aek kitab "Ashraful Ansaab" ke Naam se Tahreer ki thi. Jis me Hindustan ke Rahne Wale tamam Sadaat ke Shajron ki tahqeeq ki thi isliye aapko dushwari nahi huwi aur Aap ne Aek Sahihun Nasab Syed Gharane me Noorul

শুক্রবার, ২০ মে, ২০২২

Donate Your Zakat

 

পবিত্র রমজান মাসের দান, অনুদান এবং যাকাত এর টাকা আমাদের আল জামিয়াতুল আশরাফীয়া ইজহার উল-উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে (আশরাফ নগর, সরকার মার্কেট, আশুলিয়া, সাভার, ঢাকা) দিয়ে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

প্রচারেঃ আঞ্জুমান-এ-আশরাফীয়া বাংলাদেশ।

শনিবার, ১৪ মে, ২০২২

ইতিহাসে ‘দারসে নিযামিয়া ভিত্তিক মাদ্রাসা ও মহান মনীষীগণের বাণী:

 

ইসলামের ইতিহাসে কোরআন ও হাদীস চর্চার সর্বপ্রথম কোন প্রাতিষ্ঠানিক রূপ যদি বলতে হয়, তবে তা মসজিদে নববী ছিল। যা নবীজি নিজ হাতে প্রতিষ্ঠা করেন। এখান থেকেই সাহাবায়ে কেরাম কোরআন ও হাদীসের জ্ঞানে পরিপূর্ণ হয়ে ইসলামের দাওয়াত নিয়ে সমগ্র দুনিয়ায় ছড়িয়ে পড়েন। কালের বিশাল পরিক্রমায় ইসলামের রূপ যখন দুনিয়ায় পরিপূর্ণ বিকশিত হয়ে গিয়েছিল, তখন কোন মুসলিম শিশু যেন নিয়ম তান্ত্রিকভাবে ধারাবাহিকতার সাথে একজন প্রকৃত ইসলামি আলেম হতে পারে সেই উদ্দেশ্যে ৪৫০ হিজরীর পরবর্তী সময়ে নিশাপুরে প্রতিষ্ঠিত হয় ‘মাদরাসায়ে নিযামিয়া' যার শিক্ষা কার্যক্রমের সিলেবাস ধারাকে ‘দারসে নিযামিয়া' বলা হয়। উক্ত মাদরাসার প্রতিষ্ঠাতা

আল-জামেয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম" (সরকার মার্কেট, আশুলিয়া, ঢাকা)

বাংলাদেশে হুজুর শায়খে আজম (রহঃ) এর অবদান ও জিন্দা কারামত যা আজ পর্যন্ত আমাদের চোখের সামনে বিদ্যমান আছে, তার নাম “আল-জামেয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম" (সরকার মার্কেট, আশুলিয়া, ঢাকা)। গােমরাহ মাজহাব ও ইসলামের শত্রুদের উপর্যুপরি আক্রমণে যখন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে এবং আউলিয়ায়ে কেরামের ঐতিহ্য যখন বিলুপ্তির সম্মুখিন, তখন এরূপ সংকটময় অবস্থায় ২০০৩ সালে হুজুর শায়খে আজম (আলাইহির রাহমাহ) ইসলামের স্বরূপ ফিরিয়ে আনার জন্য এবং মাদ্রাসা শিক্ষার জীবন দানকারী “দারসে নিযামীয়া” এর শিক্ষা মাধ্যম চালু করার জন্য একটি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রস্তাবনা রাখেন। এ সূত্র ধরে “আঞ্জুমান-এ- আশরাফীয়া বাংলাদেশ” এর ব্যবস্থাপনায় ৩রা ফেব্রুয়ারী ২০০৬ ইং মােতাবেক ৪ঠা মুহাররাম ১৪২৭ হিজরী, রােজ-শুক্রবার হুজুর ক্বায়েদে মিল্লাত পীরে তরিকত তাজুল মাশায়েখ আলহাজ্ব শাহ সৈয়দ মুহাম্মদ মাহমুদ আশরাফ

Featured post

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

  Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...